ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

কোরবানির মাংস পেয়ে আনন্দিত হতদরিদ্ররা

প্রকাশনার সময়: ১১ জুলাই ২০২২, ০২:২৪

ঈদের আনন্দ ভাগাভাগি করতে হত দরিদ্র পরিবারের মধ্যে নিয়ম করে কোরবানির মাংস বিতরণ করেছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নয়াকান্দি গ্রামের পঞ্চায়েত সমাজ ব্যবস্থা। ঈদের দিনে তাই মাংস পেয়ে আনন্দিত ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ও নয়াকান্দি গ্রামের হত দরিদ্র পরিবার গুলো।

রোববার (১০ জুলাই) বিকেল ৫টার দিকে নয়াকান্দি গ্রামের পঞ্চায়েত সমাজ ব্যবস্থার উদ্যোগে নিয়ম অনুযায়ী কোরবানির পর তিন ভাগের এক ভাগ মাংস এলাকার হত দরিদ্র পরিবারগুলোর মাঝে বণ্টন করা হয়।

সরেজমিনে নয়াকান্দি গ্রামে আতাউর রহমান মুন্সীর বাড়িতে গিয়ে দেখা গেছে, ওই গ্রামে যারা কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নেই তাদের নামের তালিকা করে তাদের মাঝে এসব মাংস বিতরণ করতে দেখা গেছে।

কথা হয় ভিটিকান্দি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মনোয়ারা বেগমের সঙ্গে। তিনি মাংস নিয়ে যাওয়ার সময় বলেন, কোরবানির মাংশ নিয়ে বাড়ি যাচ্ছি। রান্নার পরে পরিবারের সকল কে নিয়ে খাবো।

নয়াকান্দি গ্রামের দেলোয়ার হোসেন বলেন, নিজে কুরবানি দিতে পারি নাই। মাংস নিয়ে যাচ্ছি বউ সন্তানদেন নিয়ে গোস্ত খাবো।

মাংস বিতরণ করার সময় উপস্থিত ছিলেন, ভবেরচর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মো. ইলিয়াস প্রধান, রিপন প্রধান, নজরুল ইসলাম মুন্সী, আবুল হোসেন প্রমুখ।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ