ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দক্ষিণ সিটির ৫৮ ওয়ার্ড হতে শতভাগ বর্জ্য অপসারণ

প্রকাশনার সময়: ১১ জুলাই ২০২২, ০১:৩০

আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করার পর বিগত ৯ ঘণ্টায় রোববার (১০ জুলাই) দুপুর ২টা হতে রাত ১১টা পর্যন্ত সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৮টি ওয়ার্ড হতে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো: আবু নাছের।

এ কর্মকর্তা জানান, শতভাগ বর্জ্য অপসারণকৃত ওয়ার্ডগুলো হলো -- ১, ৩, ৬, ৮, ৯, ১০, ১২, ১৩, ১৪, ১৬, ১৭, ১৮, ২০, ২১, ২৩-৩৩, ৩৬-৪৪, ৪৯, ৫১-৬৩, ৬৬-৭৫ নম্বর ওয়ার্ড।

এছাড়াও ৫, ১১, ১৯, ২২, ৩৪, ৪৮, ৬৪ নম্বর ওয়ার্ড অর্থাৎ ৭টি ওয়ার্ড হতে ইতোমধ্যে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। এ পর্যন্ত সার্বিকভাবে ৯০ শতাংশের অধিক বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।

এদিকে গতকাল রাত ১১টা হতে আজ রাত ১১টা পর্যন্ত অর্থাৎ বিগত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৮৩টি ট্রিপের মাধ্যমে মোট ৭ হাজার ১৩৯.২৪ মেট্রিক টন বর্জ্য কোরবানির পশুর হাট ও পশুর বর্জ্য মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে স্থানান্তর করা হয়েছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ