ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মহাসড়কে চলছে মোটরসাইকেল-রাইড শেয়ারিং

প্রকাশনার সময়: ০৭ জুলাই ২০২২, ২০:৩৯

ঈদের আগে-পরে মোট সাত দিন মহাসড়কে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। এমনকি প্রশাসনের নজরদারিও কম হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমনি চিত্র দেখা গেছে গাজীপুরের কালিয়াকৈর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়ে।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর গড়াতেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈরসহ বিভিন্ন স্থান থেকে উত্তরের পথে বেপরোয়া গতিতে ছুটছে মোটরসাইকেল। মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থাকলেও চোখ ফাঁকি দিয়ে বেপরোয়া গতিতে চলাচল করছেন বাইক আরোহীরা।

এদিকে যাত্রীদের চাপ থাকায় ধরন পাল্টেছে রাইড শেয়ারিং। পোশাকে পরিবর্তন এনে ব্যক্তিগত মোটরসাইকেলচালক সেজে দুইয়ের অধিক যাত্রী নিয়ে উত্তরের বিভিন্ন জেলায় ছুটছে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলগুলো।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, সড়কের প্রতিটি পয়েন্টে পুলিশ রয়েছে। মোটরসাইকেল চলাচল বন্ধে নজরদারি চলছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ