ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজার সামনে উল্টে গেলো গাড়ি, আহত ২

প্রকাশনার সময়: ০৭ জুলাই ২০২২, ০১:২৭

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোলপ্লাজা এলাকায় এবার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেছে একটি প্রাইভেটকার। এতে দুর্ঘটনায় আহত হয়েছেন ২ জন।

বুধবার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে টোলপ্লাজার অভিমুখের এদুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- গাড়ির যাত্রী তুহিন ও আবু সাইদ। তাদেরকে চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

মাওয়া ট্রাফিক পুলিশের এটিএসআই রেজোয়ানুল জানান, ঢাকা থেকে খুলনার যাওয়ার পথে গাড়িটি টোল প্লাজার অভিমুখে আসে। দ্রুতগতির গাড়িটি পদ্মা সেতু উত্তর থানার মোড়ে ডিভাইডারে ধাক্কা খেয়ে ছিটকে অনেক দূরে গিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা দুইজন আহত হয়। আহতদের পদ্মা সেতু কর্তৃপক্ষের গাড়িতে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে।

নয়া শতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ