পিরোজপুর জেলা ছাত্রলীগের আওতাধীন মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এতে মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের পদ প্রত্যাশীসহ সব নেতাকর্মী আনন্দ প্রকাশ করেছেন।
এ ঘোষণায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও পিরোজপুর জেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়েছে নেতাকর্মীরা।
শনিবার (৩১ জুলাই) পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে।
এদিকে, বিতর্কিত এই কমিটি বিলুপ্তির করায় মঠবাড়িয়ার উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়। শুভেচ্ছা বার্তায় জানানো হয়, ‘প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সংগঠন বিরোধীদের বিরুদ্ধে বার বার শুদ্ধি অভিযানের তাগিদ দিলেও তাদের বিরুদ্ধে এতদিন কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তবে আপনাদের সুযোগ্য ও বিচক্ষণ নেতৃত্বে মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের বিতর্কিত কমিটি ইতোমধ্যেই বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, এটি সঠিক ও সময়োপযোগী একটি সিদ্ধান্ত। এজন্য মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের পক্ষে থেকে আপনাদের প্রতি রইলো ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’
মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই বিবাহিত ও সন্তানের বাবা। মঠবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ দিয়েছে আসছিলেন। বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী ৫ এর (ঘ) ধারা অনুযায়ী কোনো বিবাহিত ছাত্রলীগের পদে থাকতে পারবে না।
এ বিষয় পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক বলেন, ‘মেয়াদোত্তীর্ণ ও বিভিন্ন অভিযোগ থাকার কারণে মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।’
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ