ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

বান্দরবানের রোয়াংছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন

প্রকাশনার সময়: ০৫ জুলাই ২০২২, ১৮:০২

দুর্গম পার্বত্য অঞ্চলে বছরের পর বছর পাহাড়িদের স্বাস্থ্যসেবা নিশ্চয়তার জন্য করোনার গনটিকাদান কার্যক্রম থেকে শুরু করে ওষুধ ও চিকিৎসা সেবা পৌঁছে দিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

তারই ধারাবাহিকতায় সাতটি ফিল্ড এ্যাম্বুলেন্সসহ বান্দরবানে মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪পদাতিক ডিভিশনের অধীনস্থ ৬৯ পদাতিক ব্রিগেড।

মঙ্গলবার (৫ জুলাই) সকালে বান্দরবানের রোয়াংছড়িতে ২৮০ জন নারী, পুরুষ ও ছোট বাচ্চাদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৬৯ পদাতিক ব্রিগেডের সেনা কর্মকর্তা মেজর মোরসালিন বলেন, গত পাঁচ দশকের বেশি সময় যাবত রোয়াংছড়ির দুর্গম পাহাড়ি অঞ্চলে আধুনিক সুযোগ সুবিধাবঞ্চিত এ সকল দুস্থ মানুষদের পাশে আছে সেনাবাহিনীর ৬৯পদাতিক ব্রিগেড, বান্দরবান রিজিয়ন। এরই ধারাবাহিকতায় মেডিকেল ক্যাম্পেইন, ত্রাণ বিতরণ, আর্থিক অনুদানসহ সকল ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে সেনাবাহিনী।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ