চট্টগ্রামের ফটিকছড়িতে ১০ বছরের এক ছাত্রকে বলাৎকারের মামলায় গ্রেফতার মোহাম্মদ কামরুল হাসান নামে এক মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (৩ জুলাই) মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। পরে শনিবার (৪ জুলাই) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে।
মাদ্রাসা শিক্ষক কামরুল হাসান রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের পাগলাপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
মামলার এজাহারে থেকে জানা যায়, মোহাম্মদ কামরুল হাসান গত পাঁচ মাস ধরে ফটিকছড়ি পৌরসভা ৮নং ওয়ার্ডের মেয়রের বাড়ির বায়তুন নূর মোহাম্মদিয়া তালিমুল কোরআন মাদ্রাসায় চাকরি করতেন। গত ২৪ জুন শিক্ষক কামরুল মাদ্রাসার দোতলার একটি রান্নাঘরে প্রথম নাজেরা শাখার ১০ বছরের এক ছাত্রকে বলাৎকার করে। এরপর গত ৩০ জুন ওই শিক্ষার্থীকে আবারও বলাৎকার করে ওই শিক্ষক। ঘটনায় ভুক্তভোগী ছাত্রের বাবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
পুলিশ জানায়, ঘটনার পর থেকেই ওই শিক্ষক মাদ্রাসা থেকে পলাতক ছিল। পুলিশ বিভিন্ন কৌশলে শিক্ষককে গ্রেফতার করে। পরে মামলার ভিত্তিতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, শিশুকে বলাৎকারের ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই শিশুর বাবা মামলা করেছেন। পরে মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নয়া শতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ