ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্যারোলে শপথ নেবেন কুমিল্লা সিটির ২ কাউন্সিলর

প্রকাশনার সময়: ০৪ জুলাই ২০২২, ১৯:২৯

কুমিল্লা সিটি করপোরেশনে নব নির্বাচিত কারাবন্দী দুই কাউন্সিলর প্যারোলে মুক্তি নিয়ে শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণের জন্য মঙ্গলবার (৫ জুলাই) পুলিশের পাহারায় কুমিল্লা কারাগার থেকে জামায়াতে ইসলামীর এই দুই নেতাকে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে নেওয়া হবে। সেখানে ভার্চুয়ালি শপথ অনুষ্ঠানে যোগ দেবেন তারা।

কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. একরাম হোসেন এবং ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. গোলাম কিবরিয়াকে প্যারোলে মুক্তি দেওয়া হবে।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ বলেন, ‘মঙ্গলবার কুসিক নির্বাচনে বিজয়ীদের শপথ। সেখানে যোগ দিতে কারাগারে থাকা দুই কাউন্সিলরের প্যারোলে মুক্তির একটি নথি পেয়েছি। তাদেরকে মঙ্গলবার সকালে পুলিশের দায়িত্বে মুক্তি দেওয়া হবে। আবার নির্দিষ্ট সময় পর কারাগারে পাঠানো হবে।

প্রসঙ্গত, গত ২১ জুন কুমিল্লার আদালত ২০২১ সালের অক্টোবরে কুমিল্লার নানুয়াদিঘির পাড়ের পূজামণ্ডপে কোরআন শরিফ রাখার ঘটনায় করা এক মামলায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী দুই কাউন্সিলরসহ আট জনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। কুমিল্লার জেলা দায়রা জজ আতাব উল্লাহ এই আদেশ দেন।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ