ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বরিশালে পুলিশ-ডাকাত গোলাগুলি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪

প্রকাশনার সময়: ০৪ জুলাই ২০২২, ১২:২৬

বরিশালের গৌরনদীতে ডাকাতদলের সাথে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। গৌরনদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১২টার দিকে ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাতদল উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভুরঘাটা এলাকার পান বরজের ভেতরে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

গোপন সূত্রে এ খবর জানতে পেরে গৌরনদী মডেল থানার (ওসি) মো. আফজাল হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশ বরজটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল এ সময় গুলি ছুঁড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। গোলাগুলির মধ্যে ডাকাতদলের অধিকাংশ সদস্য পালিয়ে গেলেও পুলিশ সেখান থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করে। ডাকাতদের কাছ থেকে পুলিশ এ সময় ৫ রাউন্ড গুলিভর্তি একটি পাইপগান, রামদা, চাইনিজ কুড়াল, রেঞ্চ, ঘরভাঙা ও জানালার গ্রিল কাটার সরঞ্জামাদি, হাত-পা বাঁধার গামছা উদ্ধার করে।

গৌরনদী থানা পুলিশের (ওসি) মো. আফজাল হোসেন নয়া শতাব্দীকে জানান, বন্দুকযুদ্ধের সময় পুলিশ আত্মরক্ষার্থে ১০ রাউন্ড গুলি ছুড়েছে। গ্রেপ্তার ডাকাতদের বিরুদ্ধে বরিশাল ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা জেলার বিভিন্ন থানায় অসংখ্য ডাকাতির মামলা বিচারাধীন রয়েছে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, জানান ওসি।’

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ