ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

নাজিরপুরে ডাকাত আতঙ্কে রাতভর মসজিদে মাইকিং

প্রকাশনার সময়: ০২ জুলাই ২০২২, ১৬:৩৫

পিরোজপুরের নাজিরপুরে ডাকাত আতঙ্কে উপজেলার বিভিন্ন মসজিদে রাতভর মাইকিং করা হয়েছে। গত শুক্রবার রাত ১২টার পর হঠাৎ মোবাইলের মাধ্যমে এ সংবাদ ছড়িয়ে পড়ে।

এতে উপজেলার শেখমাটিয়া, বাবুরহাট, রঘুনাথপুর, দিঘীরজান, কালিবাড়িসহ বিভিন্ন স্থানের নারী- পুরুষ রাতভর জেগে রাস্তায় নেমে ডাকাত প্রতিরোধে পাহারা দেন।

উপজেলার বুইচাকাঠী গ্রামের হাসানিয়া মসজিদের ইমাম মো: ইসমাইল হাওলাদার বলেন, ওই রাতের ১২টার দিকে স্থানীয় হিন্দুপাড়া থেকে সকল পুরুষদের রাস্তায় বেড়িয়ে ও মসজিদে মাইকিং করে এলাকাকে পাহাড়া দিতে ফোন আসে। পরে বিভিন্ন স্থানের মসজিদে ডাকাত আতঙ্কে মাইকিং করার কথা শুনতে পাই।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: হুমায়ুন কবির জানান, ডাকাত আতঙ্কে স্থানীয়রা গত শুক্রবার রাত জেগে পাহারা দিয়েছেন এবং প্রতিহত করতে বিভিন্ন মসজিদে মাইকিং করেছেন। তবে এর আগেই থানা পুলিশের পৃথক টিম কাজ করছেন।

নয়া শতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ