ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লালমনিরহাট পৌরসভার বাজেট ঘোষণা 

প্রকাশনার সময়: ৩০ জুন ২০২২, ০৫:৩১

লালমনিরহাট পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরে ৫৩ কোটি ৭৮ লাখ ৯৮ হাজার ৫৬১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার দুপুরে পৌর শপিং কমপ্লেক্সে মেয়র রেজাউল করিম স্বপন কাউন্সিলর ও সুশীল সমাজের প্রতিনিধিদেরকে নিয়ে বাজেট উপস্থাপন করেন।

বাজেটে পৌর রাজস্ব আয় ১১ কোটি ৬০ লাখ ৬৯ হাজার, পানি সরবরাহ খাতে ৫৪ লক্ষ ৫০ হাজার এবং সরকারি ও বেসরকারি উন্নয়ন হিসাব খাতে প্রকল্পসহ ৪১ কোটি ৬৩ লাখ ৭৯ হাজার টাকা আয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এতে প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে রাজস্ব খাতে ১০ কোটি ৯২ লক্ষ, পানি সরবরাহ খাতে ৫৩ লাখ ২৫ হাজার ও উন্নয়ন খাতে ৪১ কোটি ৬৩ লাখ ৭৯ হাজার টাকা।

বাজেটে পৌর এলাকার রাস্তা, মাষ্টার ড্রেন নির্মাণ, সড়ক বাতির সম্প্রসারণ, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, চিত্ত বিনোদনের ব্যবস্থা, পাবলিক টয়লেট, দারিদ্র বিমোচনের লক্ষে প্রশিক্ষণ প্রদান ও স্বল্পসুদে কর্মসংস্থানের ঋনদান কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এছাড়াও মহামারী মোকাবেলায়, মশক নিধন, স্যানিটারি, বৃক্ষরোপণ, ঔষধপত্র ইপিআই, জাতীয় দিবস উদযাপন, খেলাধুলা ও সাংস্কৃতিক খাতসহ বিভিন্ন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে।

নয়া শতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ