ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজশাহীতে আমবোঝাই ভটভটি উল্টে চালকের মৃত্যু

প্রকাশনার সময়: ২৭ জুন ২০২২, ১৭:০১

রাজশাহীর তানোরে আমবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে চালক মতিউর রহমান মতি (৪০) নিহত হয়েছে। সোমবার (২৭ জুন) দুপুরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিনাশো এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত মতিউর রহমান রাজশাহীর তানোর পৌর এলাকার গুবিরপাড়া মহল্লার ময়েজ উদ্দিনের ছেলে। তিনি ভটভটি চালানোর পাশাপাশি আমের মৌসুমে আম ব্যবসা করতেন।

রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, নিহত মতিউর রহমান আমবোঝাই ভটভটি নিয়ে উপজেলার মুণ্ডুমালা সাদিপুর থেকে পুঠিয়ার বানেশ্বর হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার চিনাশো এলাকায় ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নিমগাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মতিউর রহমান মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ