ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

৯৯৯ এ কল দিয়ে স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

প্রকাশনার সময়: ২৭ জুন ২০২২, ০৩:৪০

রাজশাহীর বাঘায় ৯৯৯ নম্বরে কল করে পুলিশ ডেকে স্বামীকে ধরিয়ে দিয়েছেন স্ত্রী। রোববার (২৬ জুন) সকালে মাদকাসক্ত আবদুল মমিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে খায়েরহাট গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার খায়েরহাট গ্রামের আবদুল মমিন একজন মাদকাসক্ত। সে অধিকাংশ সময় নেশাগ্রস্ত অবস্থায় নিজ স্ত্রীকে নির্যাতন ও অকথ্য ভাষায় গালাগাল করে থাকে। তার অত্যাচার-নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রী কোনো উপায় না পেয়ে ৯৯৯-এ কল দিয়ে অভিযোগ করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বাঘা থানা পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন।

এ বিষয়ে আবদুল মমিনের স্ত্রী অভিযোগ করেন, দুই সন্তানের সামনে নেশাগ্রস্ত হয়ে আমার স্বামী প্রতিনিয়ত আমাকে মারধর ও অকথ্য ভাষায় গালাগাল করে। শনিবার তার মারধরে অসুস্থ হয়ে গেলে আমার বাবার পরিবারের লোকজন পুলিশের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বাঘা থানার ওসি (তদন্ত) আবদুল করিম জানান ৯৯৯ ফোনের মাধ্যমে অভিযোগের পরিপ্রেক্ষিতে আবদুল মমিন নামে এক মাদকাসক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ