ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাতক্ষীরায় সোনার বারসহ আটক ১ 

প্রকাশনার সময়: ২৪ জুন ২০২২, ১৫:০৪ | আপডেট: ২৪ জুন ২০২২, ১৫:২৭

সাতক্ষীরার কেড়াগাছি সীমান্ত এলাকা থেকে ৬টি সোনার বারসহ কামরুজ্জামান নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২৪ জুন) সকালে কেড়াগাছির কাংকডাঙ্গা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটককৃত কামরুজ্জামান (৪০) কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আবুল হোসেনের ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার হচ্ছে, এমন খবরে ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর রেজা আহমেদের নেতৃত্বে একটি টহলদল কেড়াগাছির মজুমদার খাল নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় কামরুজ্জামানের ব্যবহৃত বাইসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ৬টি সোনার বার জব্দ করা হয় আর চোরাকারবারের অভিযোগে আটক করা হয় কামরুজ্জামানকে। জব্দকৃত সোনার ওজন ১শ’ ১৪ গ্রাম। যার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। সোনার বারগুলো ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে ও আসামি কামরুজ্জামানকে কলারোয়া থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে।

নয়া শতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ