মাদকের টাকার জন্য শতবর্ষী মা সোলেমান নেছাকে প্রায়ই নির্যাতন করে মাদকাসক্ত ছেলে মোতালেব হোসেন পাংকু (৫০)। এবার নির্যাতনের মাত্রাটা অন্য সময়ের নির্যাতনকে ছাপিয়ে গেছে। মাদকের টাকা চেয়ে না পেয়ে পিটিয়ে বৃদ্ধা মায়ের পা ভাঙল ছেলে পাংকু। গত সোমবার এমন নির্মম ঘটনা ঘটলেও জানাজানি হয় একদিন পর মঙ্গলবার।
জানা যায়, সোমবার (২০ জুন) রাত ৯ টা নাগাদ বাড়িতে বসে মদপান করেন ছেলে পাংকু। এ সময় বরাবরের ন্যায় মায়ের কাছে মাদকের টাকা চান ছেলে পাংকু। টাকা না দেয়ায় ঘরের দরজা ভেঙ্গে পিটিয়ে বৃদ্ধার মায়ের বাম পা ভেঙ্গে ফেলেন। তাতে ক্ষান্ত দেয়নি পাংকু, প্রতিবন্ধী বোন জামেলা খাতুনকেও (৪৫) পিটিয়ে আহত করে।
ঘটনাটটি ঘটেছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের দুলমা সাপমারা গ্রামে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ীয়া থানার এস আই হানিফ জানান, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (২১ জুন) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাকে পিটিয়ে আহত করা মাদকাসক্ত পাংকু গা ঢাকা দিয়েছে। মাদকাসক্ত ওই ছেলেকে আটকের জন্য পুলিশ কাজ করছে।
শতবর্ষী সোলেমান নেছা জানান, আমি গরীর মানুষ। টাকা পামু কই। টাকা না দিলেই আমারে মারপিট করে পাংকু। আমার ভাঙা পায়ের চিকিৎসা কেমনে হবে বলেই হাউমাউ করে কান্না শুরু করেন বৃদ্ধা সোলেমান।
স্থানীয় ইউপি মেম্বার মো. শাহজাহান জানান, পিটুনীতে শতবর্ষী ওই নারীর পা ভেঙ্গে গেছে। মঙ্গলবার (২১ জুন) স্থানীয়ভাবে সামান্য চিকিৎসা দেয়া হয়েছে। তার আরও চিকিৎসা দরকার।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ