ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পিটিয়ে মায়ের পা ভেঙে দিল ছেলে

প্রকাশনার সময়: ২২ জুন ২০২২, ০৬:১৪ | আপডেট: ২২ জুন ২০২২, ০৬:৩০

শতবর্ষী সোলেমান নেছাকে নেশার টাকা না পেয়ে প্রায় মারধর করেন নেশাগ্রস্ত ছেলে মোতালেব হোসেন পাংকু (৫০)।

সোমবার (২০ জুন) রাত ৯ টার দিকে বাড়িতে বসে মদপান করে। বরাবরের মত নেশার টাকা চায় বৃদ্ধা মায়ের কাছে। নেশার টাকা না দেওয়ায় ঘরের দরজা ভেঙে পিটিয়ে বৃদ্ধা মায়ের বাম পা ভেঙে ফেলেন।

এ সময় নেশাগ্রস্ত ভাইয়ের পিটুনীতে আহত হন প্রতিবন্ধী বোন জামেলা খাতুনও (৪৫)। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের দুলমা সাপমারা গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ীয়া থানার এস আই হানিফ জানান, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (২১ জুন) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাকে পিটিয়ে আহত করা নেশাগ্রস্ত ছেলে পাংকু গা ঢাকা দিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোতালেব হোসেন পাংকু (৫০) এক সময় চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করতো। সে মদ ও ইয়াবা আসক্ত হয়ে বেপরোয়া হয়ে পড়ে। নেশার টাকা না পেয়ে নেশাগ্রস্ত পাংকু তার মাকে মাঝে মধ্যেই মারপিট করে। এক প্রতিবন্ধী মেয়ে নিয়ে সে বসবাস করেন। পাংকুসহ চার জন পুত্র সন্তান রয়েছে তার।

শতবর্ষী সোলেমান নেছা জানান, আমি গরীর মানুষ। টাকা পামু কই। টাকা না দিলেই আমারে মারপিট করে পাংকু। আমার ভাঙা পায়ের চিকিৎসা কেমনে হবে বলেই কান্নায় ভেঙে পড়েন শতবর্ষী বৃদ্ধা।

স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার শাহজাহান জানান, শতবর্ষী ঐ মহিলার পা ভেঙে গেছে। মঙ্গলবার (২১ জুন) স্থানীয়ভাবে সামান্য চিকিৎসা দেয়া হয়েছে। তার আরও চিকিৎসা দরকার।

ফুলবাড়ীয়া থানার এসআই হানিফ জানান, নেশাগ্রস্ত ওই ছেলেকে আটকের জন্য পুলিশ কাজ করছে। পাংকুকে দেখা মাত্র জানানোর জন্য স্থানীয়দের বলে আসা হয়েছে।

নয়া শতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ