চট্টগ্রাম বন্দরের জেটিতে ভেড়ানো সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজ থেকে কনটেইনার নামানোর সময় ধোঁয়া বের হয়েছে। এতে আতংক ছড়িয়ে পড়েছে সেখানকার কর্মীদের মধ্যে।
মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যা ৬টার দিকে বন্দরের নিউমুরিং টার্মিনালের ২ নম্বর জেটিতে থাকা জাহাজ এম ভি কোটা রাজিনে এই ঘটনা ঘটে।
দ্রুত কন্টেইনারটি গ্যান্ট্রি ক্রেনের সাহায্যে জেটিতে নামিয়ে ইয়ার্ডে আলাদা করে রাখা হয়।
এ ঘটনার ঘণ্টা দেড়েক আগে বন্দরের নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের একটি প্রতিনিধি দল।
জাহাজটির দেশীয় এজেন্ট প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইন (পিআইএল) বিডি-এর ম্যানেজার (অপারেশন) মাহাতাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, আমদানি পণ্যবাহী ৪৭১ একক কনটেইনার নিয়ে আসা এমভি কোটা রাজিন জাহাজটি বিকেলে বন্দরের নিউমুরিং টার্মিনালের ২ নম্বর জেটিতে ভেড়ানো হয়। পণ্য খালাস শুরু হলে হঠাৎ একটি কনটেইনার থেকে ধোঁয়া বের হতে থাকে।
তিনি আরও বলেন, এ সময় টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেকের কর্মীরা গ্যান্ট্রি ক্রেনের সাহায্যে দ্রুত কনটেইনারটি জাহাজ থেকে নামিয়ে নিরাপদে সরিয়ে নেয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, অনেক সময় দেখা যায়, কনটেইনার আবদ্ধ থাকলে এ ধরনের ধোঁয়া বের হওয়ার ঘটনা ঘটে। কনটেইনারের মুখ কিছুক্ষণ খোলা রাখলে তা আপনা-আপনি ঠিক হয়ে যায়। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই।
নয়া শতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ