ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১২

প্রকাশনার সময়: ২০ জুন ২০২২, ১১:৩৩

বালু ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১২ জন গুলিবিদ্ধ ও দুজন টেঁটাবিদ্ধ হয়েছেন।

সোমবার (২০ জুন) সকালে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন ধরে আমীরগঞ্জের নলাবাটা গ্রামের গোলজার মেম্বার গ্রুপ এবং পার্শ্ববর্তী ভাটি বদরপুর গ্রামের রবি গ্রুপের মধ্যে বালু ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত মাসে এই নিয়ে তাদের মধ্যে একাধিকবার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এর জের ধরে সোমবার সকালে ভাটি বদরপুর গ্রামের রবি মেম্বারের গ্রুপ নলবাটা গ্রামে এসে গোলজার গ্রুপের ওপর হামলা চালায়। এ সময় নলাবাটা গ্রামের ১২ জন গুলিবিদ্ধ ও দুজন টেঁটাবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে হাসনাবাদ বাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন বলেন, সংঘর্ষ থেমে গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে।

নয়া শতাব্দী/ এডি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ