ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পদ্মায় তীব্র স্রোত : ফেরি চলাচল বন্ধ

প্রকাশনার সময়: ২০ জুন ২০২২, ০১:১৯

পদ্মায় তীব্র স্রোতে শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌরুটের ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

রোববার (২০ জুন) রাত সাড়ে ৯ টার দিকে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটের সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে করে শিমুলিয়া ঘাটে পারাপার অপেক্ষা আটকা পরেছে ছোট-বড় দেড় শতাধিক যানবাহন।

শিমুলিয়া ঘাটের ট্রাফিক পুলিশের টিআই জিয়া বলেন, ‘রাত ৯ টা থেকে পদ্মায় উজান থেকে নেমে আসা পানির স্রোত বৃদ্ধি পায়। পরে রাত সাড়ে ৯ টার দিকে দুর্ঘটনা এড়াতে সকল ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।’ পদ্মার স্রোত কমে আসলে বা ফেরি চলাচলে উপযোগি হলেই পুনরায় ফেরি সার্ভিস সচল হবে বলেও তিনি জানান।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মাঝিকান্দি ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, রোববার সন্ধ্যার পর থেকে নৌপথের বিভিন্ন স্থানে স্রোত ও ঢেউয়ের কারণে চালকদের ফেরি চালাতে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। ফলে সন্ধ্যায় যেসব ফেরি জাজিরা প্রান্তের সাত্তার মাদবর–মঙ্গলমাঝির ঘাটে গিয়েছিল, সেগুলো শিমুলিয়ায় ফেরার পর থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ