ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শ্রীপুরে ১৪৪ বোতল ফেন্সিডিলসহ আটক ২ 

প্রকাশনার সময়: ১৯ জুন ২০২২, ০১:৫৪

গাজীপুরের শ্রীপুরে ১৪৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১। এসময় তাদের কাছ থেকে ১টি মোটর সাইকেল, ১টি মোবাইল ফোন ও নগদ ৩২০ টাকা উদ্ধার করা হয়।

শনিবার (১৮ জুন) বিকালে শ্রীপুরের বাঘমারা জান্নাতুল আতফাল মাদ্রাসা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১ কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম।

আটককৃতরা হলেন, মো. মিন্টু মিয়া (৩৭) ও মো. আকরাম চৌধুরী (২৪)।

মাঈদুল ইসলাম জানান, আসামি মো. মিন্টু মিয়া ওই এলাকার মৃত জামাল মিয়ার ছেলে এবং মো. আকরাম চৌধুরী কিশোরগঞ্জ সদর উপজেলার সুখি নীলগঞ্জ এলাকার বাদল চৌধুরী ছেলে।

র‌্যাব জানায়, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদ ও বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পারে যে, কিশোরগঞ্জ জেলা হতে মোটর সাইকেলে করে ফেন্সিডিলের একটি বড় চালান নিয়ে গাজীপুরের দিকে আসছে।

উক্ত সংবাদের ভিত্তিতে অত্র ক্যাম্পের আভিযানিক দল গাজীপুরের শ্রীপুরে বাঘমারা জান্নাতুল আতফাল মাদ্রাসা সংলগ্ন কে এম সুপার মার্কেট এর সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে।

চেকপোস্ট পরিচালনা সময় মোটর সাইকেলটি চেকপোস্ট অতিক্রম করার সময় মো. মিন্টু মিয়া ও মো.আকরাম চৌধুরী (২৪) নামের দুই মাদক কারবারিকে মোটরসাইকেলসহ হাতে নাতে আটক করেন এবং তাদের নিকট থেকে ১৪৪ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল ফোন ও নগদ ৩২০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা মোটরসাইকেল দ্বারা অভিনব পদ্ধতিতে বিভিন্ন সময় ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক বহন করে গাজীপুরের শ্রীপুরেসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে। এ ব্যাপারে শ্রীপুরে থানায় মাদক আইনে মামলা করা হবে।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ