ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুতের তার লাগাতে গিয়ে প্রাণ গেল ২ জনের

প্রকাশনার সময়: ১৮ জুন ২০২২, ১৯:৪৮

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় পিডিবির বিদ্যুতের ছেঁড়া তার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত দুজন হলেন স্থানীয় বিদ্যুৎ মিস্ত্রী খলিল (৪০) ও বিদ্যুৎ গ্রাহক আ: কাদের (৭৫)।

শনিবার (১৮ জুন) দুপুর ১২টা নাগাদ উপজেলার রাধাকানাই ইউনিয়নের গাংবড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার গাংবড়াইল গ্রামের আব্দুল কাদেরের (৭৫) বাড়িতে আসা পিডিবির বিদ্যুতের তার বিলের মধ্যে ছিঁড়ে পড়েছিল। শনিবা দুপুর ১২ টার দিকে স্থানীয় বিদ্যুৎ মিস্ত্রী খলিলকে (৪০) সাথে নিয়ে ছেঁড়া তার জোড়া লাগাতে যায়। অসাবধনতাবশত মিস্ত্রী খলিল বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে গিয়ে কাদের (৭৫) নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই কাদের মারা যান। মুমুর্ষ অবস্থায় মিস্ত্রী খলিলকে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা অভিযোগ করে জানান, পিডিবির বিদ্যুৎ লাইনে চরম অব্যস্থাপনা চলছে। বাঁশের খুঁটিতে যত্রতত্র লাইনের তার ছিঁড়ে গেলে অফিসকে জানালে তারা নিজের লাইন নিজেই ঠিক করে নেয়ার কথা বলেন।

নির্বাহী প্রকৌশলী রুবেল আহামেদ জানান, বিষয়টি আমার জানা নেই। তারপরও খোঁজ নিয়ে দেখছি।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ