ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাতক্ষীরায় করোনা উপসর্গে ৬ জনের মৃত্যু

প্রকাশনার সময়: ৩১ জুলাই ২০২১, ১৮:০১ | আপডেট: ৩১ জুলাই ২০২১, ১৮:০৪

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ নিয়ে, ভাইরাসটির উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন মোট ৫৪২ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৫ জন।

জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৯৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৮৮ জন।

এদিকে, মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব ও ল্যাবের দেয়ালে নমুনা পরীক্ষার সময় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় গত মঙ্গলবার থেকে আজ শনিবার পর্যন্ত টানা ৫ দিন নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। ভাইরাসমুক্ত করা গেলে পুনরায় কার্যক্রম শুরু করা হবে বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়।

সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, ল্যাবটি ভাইরাসমুক্ত করার কাজ চলছে। ভাইরাসমুক্ত হলে আগামীকাল রবিবার থেকে ল্যাবে আবারো নমুনা পরীক্ষা শুরু করা হবে এই স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান।

উল্লেখ্য, গত দুই মাস ধরে সাতক্ষীরা, যশোর, মাগুরা ও নড়াইলের করোনা পরীক্ষার একমাত্র ল্যাব হিসেবে ব্যবহার হয়ে আসছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের এই পিসিআর ল্যাব।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ