কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ফলকে প্রত্যাখ্যান করে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির বহিষ্কৃত ও গত দুইবারের মেয়র মনিরুল হক সাক্কু।
বুধাবর (১৫ জুন) রাত সাড়ে ৯টায় ফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
এর আগে রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী।
এই নির্বাচনে হ্যাটট্রিকের আশায় থাকা কুমিল্লা সিটির দুইবারের মেয়র মনিরুল হক সাক্কু ৪৯৯৬৭ ভোট পেয়ে হ্যাটট্রিকের সুযোগ হারান। অপরদিকে আওয়ামী লীগের টিকেট নিয়ে আরফানুল হক রিফাত ৫০৩১০ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
আরেক বিএনপি নেতা নিজামউদ্দিন কায়সার যিনিও নির্বাচনে অংশ নিয়ে সেচ্ছাসেবক দলের পদ হারিয়েছেন তিনি পেয়েছেন ২৯০৯৯ ভোট।
এর আগে, সকাল আটটায় নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫ টি ভোটকেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন। আর দুজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। মেয়র ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ