ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কুমিল্লায় এগিয়ে আছেন সাক্কু

প্রকাশনার সময়: ১৫ জুন ২০২২, ১৯:০৬ | আপডেট: ১৫ জুন ২০২২, ২১:১১

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ৮৬টি কেন্দ্রের ফলে এগিয়ে আছেন ঘুড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত আছেন দ্বিতীয় অবস্থানে। কেন্দ্রে প্রাথমিকভাবে ভোট গণনার পর এ ফল জানা গেছে।

৮৬টি কেন্দ্রের বেসরকারি ফলে মনিরুল হক সাক্কু ৪০,১৭২ ভোট পেয়ে প্রথম অবস্থানে রয়েছেন। অন্যদিকে আরফানুল হক রিফাত ৪০,১০৫ ভোট পেয়ে রয়েছেন দ্বিতীয় অবস্থানে।

বুধবার (১৫ জুন) রাত ৮টা ৫২ মিনিটে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী এ ফল ঘোষণা করেন। বাকি ১৯টি কেন্দ্রের ফল ঘোষণার প্রক্রিয়া এখনো ঘোষণা করেননি তিনি।

এ ছাড়া স্বতন্ত্র আরেক প্রার্থী নিজামউদ্দিন কায়সার ঘোড়া প্রতীক নিয়ে এই ৮৬ কেন্দ্রে ২২,২০৮ ভোট পেয়েছেন।

এর আগে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়। বাকি কেন্দ্রগুলোয় এখনো চলছে ভোট গণনার কাজ।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ