কুমিল্লা সিটির ভোটের প্রথম প্রহরেই হানা দিয়েছিলো বৃষ্টি, সেই বৃষ্টি শঙ্কা জাগিয়েছিলো ভোটার- প্রার্থী উভয়েরই মনে। তবে এরপর সেভাবে বৃষ্টি না আসলেও প্রায় সারাক্ষণই আকাশ ছিলো মেঘাচ্ছন্ন। মাঝেমধ্যে অবশ্য মেঘ কাটিয়ে রোদ সূর্যের উপস্থিতি জানান দিচ্ছিলো। তবে ভোটের শেষ সময়ে এসে নগরীর বেশ কয়েকটি স্থানে আবারো গুড়িগুড়ি বৃষ্টি পড়ে। এভাবেই শেষ হয় কুমিল্লা সিটির তৃতীয় নির্বাচন।
এর আগে, সকাল আটটায় নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫ টি ভোটকেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন। আর দুজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। মেয়র ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে সকাল হতেই নগরীর বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখা যায় পুরুষদের তুলনায় নারী ভোটারদের সংখ্যা বেশি। নারীদের কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন ছিলো চোখে পড়ার মত। তবে বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারদের অভিযোগ ছিলো ধীর গতিতে ভোট নেওয়ার।
তবে দিনব্যাপী এই ভোটের লড়াইয়ের জয়ের হাসি কে হাসবে তা জানতে অপেক্ষা করতে হবে আরো কিচ্ছুক্ষণ।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ