ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কুসিক নির্বাচন: নারী ভোটারদের আধিক্য

প্রকাশনার সময়: ১৫ জুন ২০২২, ১৬:২৩

রোদ-বৃষ্টির লুকোচুরিতে চলছে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নির্বাচন। বুধবার (১৫ জুন) সকাল ৮ টায় থেকে নির্বাচনের ইভিএমে মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। ভোটের প্রথম প্রহরেই বৃষ্টির বাগড়ায় ভোটাররা পড়ে দুর্ভোগে। এদিকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোটগ্রহণে কিছুটা বিলম্ব হলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য নেই। দুপুর পর্যন্ত নগরীর ২৭টি ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্র ঘুরে এই চিত্র দেখা যায়। কয়েকটি কেন্দ্রে পুরুষ ভোটারদের তেমন ভিড় চোখে পড়েনি।

এছাড়া প্রত্যেক ভোটকেন্দ্রে পুরুষদের লাইন নারীদের তুলনায় ছোট ছিল। এ কারণে শুরুতে প্রত্যেক কেন্দ্রে নারীদের ভোট পুরুষের চেয়ে বেশি পড়ে। য়েকটি কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা যায়, নারী ভোটাদের ব্যাপক উপস্থিত চোখে পড়ে। এসব কেন্দ্রে সকাল থেকেই নারীরা ভোট প্রদানের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অবস্থান করেন। নগরীর ৭নং এলাকায় গোবান্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নারী ভোটার তাহিনা আক্তার বলেন, আট মাসের সন্তানকে নিয়ে ভোট দিতে এসেছি। ভোটের পরিবেশ তো আগের তুলনা অনেক ভালো দেখছি।তবে দীর্ঘ লাইনের কারনে দুই ঘন্টা ভোট দিতে পারিনি।

আয়েশা আক্তার নামে এক ভোটার বলেন, ভোট আমার আমানত। ভোট দেওয়া আমার দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকেই কষ্ট করেও আমি ভোট দিতে এসেছি। যোগ্য মানুষকেই ভোট দিয়েছি।

প্রসঙ্গত, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় সকাল ৮ টায়, শেষ হবে বিকাল ৪ টায়। এই নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। ২৭টি ওয়ার্ডের মধ্যে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৩৬ জন এবং সাধারণ ওয়ার্ডে ১০৮ জন। ভোটার আছেন ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। যার মধ্যে ১ লাখ ১২ হাজার ৮২৬ জন পুরুষ, ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। ১০৫টি ভোটকেন্দ্রে বুথ রয়েছে ৬৪০টি।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ