ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

কেন্দ্রের সামনে যুবক আটক, উদ্ধারে এলেন কাউন্সিলর

প্রকাশনার সময়: ১৫ জুন ২০২২, ১৩:১৭

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে ভোটকেন্দ্রের সামনে থেকে এক যুবককে আটক করা হয়েছে। তাকে উদ্ধার করতে ছুটে গেছেন ওয়ার্ড কাউন্সিলর। তবে তাকে ছাড়া হয়নি।

বুধবার (১৫ জুন) সকালে ২৭ নম্বর ওয়ার্ডের ধনাইতরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে ওই যুবককে আটক করা হয়। আটক ওই ব্যক্তির নাম মামুনুর রশীদ। তিনি ২৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বর্তমান কাউন্সিলর আবুল হাসানের সমর্থক বলে জানা গেছে।

কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাকে আটক করেন। সে সময় আবুল হাসান তার কর্মীকে উদ্ধার করতে ছুটে যান। তবে বিজিবি সদস্যরা মামুনুরকে ছাড়েননি।

নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার বলেন, নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে মামুনুরকে আটক করা হয়েছে।

মামুনুরকে আটক করে নিয়ে যাওয়ার আগে কেন্দ্রে আসেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক। তিনি বলেন, সকাল থেকে ১৬-১৭টি কেন্দ্র পরিদর্শন করেছি। কোনো সমস্যা নাই। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ