ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

আমাকে এখতিয়ার বহির্ভূতভাবে চিঠি দেওয়া হয়েছে: এমপি বাহার

প্রকাশনার সময়: ১৫ জুন ২০২২, ১২:৪১

নির্বাচন কমিশন (ইসি) যে ভাষায় চিঠি দিয়েছে সেটা খুবই দৃষ্টিকটু বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।

তিনি বলেন, এলাকা ছাড়ার নির্দেশনা দেওয়ার ইসির এখতিয়ার নেই। আমাকে এখতিয়ার বহির্ভূতভাবে চিঠি দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জন) সকালে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এর আগে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে সোয়া ১১টার দিকে ভোট দেন স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার। ভোট দিয়ে বাইরে এলে সাংবাদিকরা বক্তব্য নিতে ঘিরে ধরেন তাকে। এ সময় স্থানীয় নেতাকর্মীরাও সেখানে ভিড় জমান।

ভিড়ের কারণে সাংবাদিকরা তার বক্তব্য ঠিকভাবে নিতে পারছিলেন না। এ সময় নিজেই উদ্যোগী হন এমপি বাহার। সেখান থেকে হেঁটে গেটের সামনে আসেন। নেতাকর্মীদের স্কুলের ভেতরে রেখে সাংবাদিকদের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ আঙিনায় প্রবেশ করান। সাংবাদিক কিনা, পরিচয়পত্র দেখে কলেজের কেন্দ্রে প্রবেশ করান তিনি। এরপর গেট বন্ধ করে দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

এমপি বাহার বলেন, ভোট দিয়েছি। সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। কোথাও কোনো গণ্ডগোল নাই। অতি উৎসাহী কোনো কর্মকর্তা যাতে এ পরিবেশ নষ্ট না করে, কাউকে যাতে হ্যারেজম্যান্ট না করে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার অনুরোধ, যাতে ভোটাররা সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারেন।

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক), উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ মোট ১৮৯টি নির্বাচনে চলছে ভোটগ্রহণ। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হচ্ছে। সকাল ৮টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

কুসিকে ভোটগ্রহণ হবে ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি ভোটকক্ষে। কুসিকের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছে ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী ভোটার এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে দুজন।

নয়া শতাব্দী/এডি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ