ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

নির্বাচনের কয়েক ঘণ্টা আগেই ওসি প্রত্যাহার

প্রকাশনার সময়: ১৫ জুন ২০২২, ০৯:০৫

নির্বাচনের কয়েক ঘণ্টা আগে প্রত্যাহার করে নেয়া হলো মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খানকে।

নির্বাচনের আগের দিন এই ওসিকে প্রত্যাহারের জন্য পুলিশের মহাপরিদর্শক বরাবর লিখিত চিঠি দেয় নির্বাচন কমিশন। এর প্রেক্ষিতে মঙ্গলবার (১৪ জুন) তাকে প্রত্যাহার করা হয়।

আদেশের চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু আনছার।

মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যায় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য এ আদেশ দিয়ে নির্বাচন কমিশন থেকে পুলিশ মহাপরিদর্শককে আদেশ কার্যকরের জন্য পত্র দেওয়া হয়েছে। এ ছাড়া আদেশ কার্যকর করে তা সংশ্লিষ্টকে অবহিত করতে বলা হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, ইতোমধ্যে বদলির আদেশপ্রাপ্ত মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খানকে নির্বাচনের পূর্বেই বদলির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জানান, এই আদেশ কার্যকরের বিষয়ে সাময়িকভাবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জুলফিকার আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ