চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক আতিকুজ্জামান চঞ্চলকে ১ লাখ টাকা জরিমানা করেছে।
সোমবার (১৩ জুন) দুপুরে জীবননগর পৌর এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটে খন্দকার ফার্মেসিতে এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
ভুয়া এমবিবিএস ডাক্তার আতিকুজ্জামান চঞ্চল জীবননগর উপজেলার লক্ষীপুর গ্রামের আইয়ুব আলির ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর ধরে আতিকুজ্জামান চঞ্চল নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে জীবননগর পৌর এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটের খন্দকার ফার্মেসিতে বসে রোগী দেখতেন।
নিয়মিত তিনি সাধারণ মানুষের সাথে চিকিৎসার নামে প্রতারণা করতেন। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। দুপুরে রোগি দেখার
সময় উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান অভিযান পরিচালনা চালায়।এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পারায় ভ্রাম্যমান আদালাতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করেন। আরো উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজন আহমেদ, জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক।
নয়া শতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ