ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬
বিশ্বনবীকে অবমাননার প্রতিবাদে মিছিল

গাইবান্ধায় সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর (ভিডিও) 

প্রকাশনার সময়: ১০ জুন ২০২২, ১৯:১৫

গাইবান্ধায় বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)কে অবমাননার প্রতিবাদে জুমার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে ধর্মপ্রাণ মুসলমানেরা একটি প্রতিবাদ মিছিল বের করে। এসময় পৌর আওয়ামী লীগের সম্মেলন স্থলের মঞ্চ, চেয়ার–টেবিল ও মাইক ভাঙচুর করেছে ইমাম ওলামা পরিষদসহ কয়েকটি ইসলামী সংগঠন।

এসময় ডিবিসি নিউজের ক্যামেরা ম্যান সুমনের উপর হামলা ও ক্যামেরা ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২০ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (১০ জুন) দুপুরে জুমার নামাজের পর ইমাম ওলামা পরিষদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ কয়েকটি ইসলামী দলের ব্যানারে গাইবান্ধা শহরের বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের করে। এসময় তারা পৌর পার্কের সভাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় মঞ্চের মাইকসহ চেয়ার টেবিল ভাঙ্গচুর করে। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বলেন, এসময় মিছিলের ভেতরে থাকা জামায়াত শিবির কর্মীরা এই ভাঙচুরে অংশ নেয়।

গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, ‘ধারণা করা হচ্ছে- মিছিলের ভেতর লুকিয়ে থাকা জামাত-শিবিরের কর্মীরা এই ভাঙচুর চালিয়েছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ