ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

সোনালী ব্যাংক থেকে মুক্তিযোদ্ধার ভাতার টাকা চুরি

প্রকাশনার সময়: ০৬ জুন ২০২২, ১৯:৩৯

পটুয়াখালীর বাউফল সোনালী ব্যাংক শাখা থেকে আবদুল মোতালেব হাওলাদার নামের এক মুক্তিযোদ্ধার ভাতার ১ লাখ ১৫ হাজার টাকা চুরি হয়েছে। সোমবার (৬ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে সোনালী ব্যাংক বাউফল শাখায় এ ঘটনা ঘটে। চুরির ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মুক্তিযোদ্ধা মোতালেব হাওলাদার ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে টাকা তুলে একটি ব্যাগের মধ্যে রাখেন। পরে ব্যাগটি ব্যাংকের একটি চেয়ারে রেখে তিনি একটি কাগজ নিয়ে এক অফিসারের কাছে যান। এসময় ওই ব্যাগটি এক ব্যক্তি নিয়ে যায়। এর আগে কমিউনিস্ট পার্টির নেতা কমরেড শাহাবুদ্দিন আহম্মেদের কিছু টাকা ওই ব্যাংক থেকে উত্তোলনের পর চুরি হয়ে যায়।

কয়েকজন গ্রাহক অভিযোগ করেন, সোনালী ব্যাংক বাউফল শাখায় এ ধরণের একাধিক ঘটনা ঘটলেও ব্যাংক কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেয়নি। এ ঘটনায় ব্যাংক সংশ্লিষ্টদের কারো সাথে এই প্রতারক চক্রের যোগসূত্র থাকতে পারে।

বাউফল থানার ওসি আল মামুন সাংবাদিকদের বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।’

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ