দেশের নানান প্রান্তের ন্যায় পটুয়াখালীর রাঙ্গাবালীতে ‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’ প্রতিপদ্যকে সামনে রেখে ‘বিশ্ব পরিবেশ দিবস’ পালিত হয়েছে।
রোববার (৫ জুন) সকালে উপজেলা সদরের হালিমা খাতুন মহিলা কলেজ আঙ্গিনায় ‘রাঙ্গাবালী ইয়ুথ সোসাইটি (আরওয়াইএস)’ নামক একটি স্বেচ্ছাসেবী যুব সংগঠন উক্ত দিবসটি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন।
আয়োজনের ফলশ্রুতি অর্জনের লক্ষ্যে বনজ, ফলদ ও ভেষজ গাছের চারা রোপণের মধ্যে দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন, হালিমা খাতুন মহিলা কলেজের অধ্যক্ষ নূরে আলম বিপ্লব ও সংগঠনটির সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম স্বরণ।
এ সময় উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী ইয়ুথ সোসাইটি (আরওয়াইএস)-এর সহ-সভাপতি মো. ইমরান ও সদস্য শিহাবুর রহমান নিয়াম প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭৩ সালে জাতিসংঘ ৫ জুনকে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে পরিবেশ রক্ষার সচেতনতা এবং নতুন পদক্ষেপকে উৎসাহিত করতে জাতিসংঘ যথাযথ গুরুত্ব সহকারে পরিবেশ দিবস পালন করে আসছে।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ