দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) এক সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১ জুন) দুপুরে দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বাদি হয়ে দুর্নীতি দমন আইনের ২০০৪ সালের ২৬ (২) ও ২৭ (১) এবং ২০১২ সালের মানি লন্ডারিং আইনের ৪(২) ও ৪ (৩) ধারায় মামলাটি (মামলা নং-৫ তাং-১/৬/২০২২) দায়ের করেন। মামলাটি দায়েরের পরপরই পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য দুদক থেকে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। মামলাটি তদন্ত কর্মকর্তা সহকারি পরিচালক আমির হোসাইন।
দুদকের মামলা সূত্রে জানা যায়, শেখ কামরুজ্জামান নামে আরডিএ’র সহকারী প্রকৌশলী অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হওয়ার একটি অভিযোগ দুদক কার্যালয়ে আসে। অভিযোগের সূত্র ধরে ২০১৭ সালে দুদক প্রাথমিক অনুসন্ধান শুরু করেন। পরে প্রকৌশলী শেখ কামরুজ্জামানকে তার সম্পদ বিবরণী দাখিলের পর তাতে ব্যাপক অসামঞ্জস্য পাওয়া যায়। অনুসন্ধান শেষে তার জ্ঞাত আয় বহির্ভুত ৭৬ লাখ ৫০ হাজার ৬৮৬ টাকার সম্পদ পাওয়া যায়। দীর্ঘ অনুসন্ধান শেষে সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে শেখ কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত ও অনুমোদন প্রদান করা হয়। সে মোতাবেক বুধবার শেখ কামরুজ্জামানের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।
তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে আরডিএতে ঘুষ দিয়ে নিয়োগ লাভ ও চাকরি প্রাপ্তির অভিযোগে আরো একটি দুর্নীতির মামলা রাজশাহীর স্পেশাল জজ আদালতে চলমান রয়েছে বলেও জানা গেছে।
দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন গণমাধ্যমকর্মীদের বলেন, ‘অবৈধ সম্পদের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলাটি মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে।’
বক্তব্য জানতে অভিযুক্ত শেখ কামরুজ্জামানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ