ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাতক্ষীরায় বজ্রাঘাতে নিহত ২, আহত ৬

প্রকাশনার সময়: ২৯ মে ২০২২, ১৭:২১

সাতক্ষীরায় মাছের ঘেরের মাটি কাটার সময় বজ্রাঘাতে ফারুক হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

রোববার (২৯ মে) সকাল ৮ টার সময় সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের দেবনগর মাঠে এ ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন খেজুর ডাঙ্গা গ্রামের মৃত আব্দুল জলিল'র ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন খেজুর ডাঙ্গা গ্রামের আমের আলী সরদারের ছেলে এরশাদ আলী ( ৪৫), মৃত ফটিক মল্লিকের ছেলে মো. মহিদুল মজিদ (৪২), মৃত জোহর আলী ছেলে মো. জাহাঙ্গীর হোসেন (৫০), মৃত মোকসেদ সরদারের ছেলে মো. রফিকুল ইসলাম (৫৫), স্কেভেটর চালক ও তার সহযোগিতা ঢাকা আমিন বাজার এলাকার আলাউদ্দীনের ছেলে মো.আলী হোসেন (৩৪), লাভু মিয়ার ছেলে মো.হুমায়ুন (৩০)। আহতরা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

স্থানীয়রা জানান, রোববার সকালে দেবনগর মাঠে মাজেদ'র মাছের ঘেরে এক্সকাভেটর মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছিল এবং তারা সেখানে মাটি সমান করছিলো এমন সময় বৃষ্টি ও বজ্রাঘাত শুরু হয়। নিরাপদ জায়গায় যাওয়ার আগেই ঘটনাস্থালে বজ্রপাতে ফারুকের মৃত্যু হয়।এবং বাকিরা আহত হয়।

এ দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার নারিকেলি গ্রামে বজ্রাঘাতে আব্দুল লতিফ (৫২) নামে এক ঘের মালিকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফ একই এলাকার পিয়ার আলী গাজীর ছেলে।

নিহতের বড় ভাই আবুল কালাম জানান, শনিবার রাতে মাছের খাদ্য দেওয়ার সময় আকষ্মিক ঝড়- বৃষ্টি শুরু হলে ঘেরে আটকা পড়েন। এ সময় বজ্রাঘাতে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানায় এসআই মো. মাজরিহা হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিহতের মরদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া বজ্রঘাতে আহত ৬ জন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

নয়া শতাব্দী/এমআরএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ