ঝালকাঠিতে পালিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী। বুধবার (২৫ মে) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে কবিদ্বয়ের জীবনাদর্শ নিয়ে অলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. মাসুদ রানা, বীর মুক্তিযোদ্বা সত্যবান সেন গুপ্ত, কবি কামরুন্নেছা আজাদ এবং কবি পলাশ রায়।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে গীতি আলেখ্য অনুষ্ঠিত হয়। ঝালকাঠি শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ অনুষ্ঠানটির আয়োজক ছিলো ঝালকাঠি জেলা প্রশাসন।
নয়া শতাব্দী/এমআরএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ