তেলের ট্যাংকিতে নিয়ে অভিনব কায়দায় পাচারকালে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৪ মে) রাত ১১ টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে এসব মাদকসহ তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ডিবির ওসি সাইফুল আলম।
আটক পিকআপ চালক জহির (৩০) চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার কাউয়ারখিল গুইয়াপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে।
ডিবির ওসি সাইফুল আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুনিয়াপালং এলাকায় তার নেতৃত্বে অভিযান চালিয়ে (চট্র মেট্রো-ন ১১-৯২৯৮) একটি পিকআপ জব্দ করা হয়। পিকআপে থাকা ড্রাইভার জহিরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে পিকআপের তেলের ট্যাংকিতে ইয়াবা রয়েছে। পরে স্থানীয় ওয়ার্কসপে তেলের ট্যাংকি খুলে ৩৯ হাজার পিছ ইয়াবাসহ উদ্ধার করে জব্দ করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।
ডিবির ওসি আরও জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিতে তেলের ট্যাংকে বিশেষ কায়দায় নিয়ে মাদক পাচারের চেষ্টা করছিল চক্রটি। আমাদের শক্তিশালী গোয়েন্দা নজরদারিতে তা গোচরে আসে। জব্দ করা ইয়াবা উদ্ধার ঘটনায় চালককে গ্রেফতার দেখিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তার সাথে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
নয়া শতাব্দী/এমআরএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ