ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্কয়ার ফার্মার আগুন নিয়ন্ত্রণে

প্রকাশনার সময়: ২৩ মে ২০২২, ১৫:০৪ | আপডেট: ২৩ মে ২০২২, ২১:৩৫

গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় সোমবার (২৩ মে) দুপুরে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

১৯ ইউনিটের ৭ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ঢাকা বিভাগ ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমনি শর্মা জানান, সোমবার বেলা সাড়ে ১২টায় লাগা আগুন সন্ধ্যা ৭টা ৩৮মিনিটে নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট কাজ করেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তর কালিয়াকৈর, সাভারের ডিইপিজেড, টাঙ্গাইলের সখিপুর, মির্জাপুরসহ আশপাশের ফায়ারস্টেশন থেকে গিয়ে ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডর নির্বাহী মানব সম্পদ কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, এ ইউনিটের টেকনিক্যাল ফ্লোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এখানে স্যালাইন তৈরি হয়। এখানে তেমন জনবলের প্রয়োজন হয় না।

মেইন্টেইনেন্সের জন্য কয়েকজন লোক প্রয়োজন হলেও অগ্নিকাণ্ডের সময় তারা সেখান থেকে বের হয়ে এসেছে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ