ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

নীলফামারীতে হারপিক পানে ৩ সন্তানের জনকের আত্মহত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশনার সময়: ২৯ জুলাই ২০২১, ০৫:৫২

পারিবারিক কলহের জেরে হারপিক পানে নীলফামারীর সৈয়দপুরে শামীম হোসেন(৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার(২৮ জুলাই) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শামীম শহরের গোলাহাট রেলওয়ে কলোনির ১ নম্বর উর্দুভাষী ক্যাম্প সংলগ্ন এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ওসমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্ত্রী-সন্তান নিয়ে যৌথ পরিবারে বসবাস করতেন নিহত শামীম। ছোটখাটো বিষয় নিয়ে প্রতিনিয়ত ঝগড়া লেগেই থাকত পরিবারে। ঘটনার দিন ( বুধবার) হঠাৎ করে সকালে সবার অগোচরে এক বোতল হারপিক খেয়ে ফেলে শামীম। পরে পরিবারের লোকজন বুঝতে পেরে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) পাঠায় জরুরি বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি। নিহত শামীম কাপড় সেলাইয়ের কাজ করতেন এবং তিন সন্তানের জনক।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শামীম কি কারণে আত্মহত্যা করেছে তা এখন বলা যাচ্ছে না। তবে, তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারব।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ