ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন, পরীক্ষার্থীর কারাদণ্ড

প্রকাশনার সময়: ২১ মে ২০২২, ০৪:৩৩

টাঙ্গাইলে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অভিযোগে সজিব মিয়া (২৬) নামের এক পরীক্ষার্থীকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০ মে) টাঙ্গাইল সদর উপজেলার সরকারি সা’দত কলেজে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মির্জাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন। এ ব্যাপারে মির্জাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে সরকারি সা’দত কলেজে এক পরীক্ষার্থী ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অসদুপায় অবলম্বন করার চেষ্টা করে। পরে বিষয়টি টের পেয়ে ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

নয়া শতাব্দী/এমআরএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ