ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

করোনায় জালালাবাদ গ্যাসের মহাব্যবস্থাপকের মৃত্যু

প্রকাশনার সময়: ২৯ জুলাই ২০২১, ০১:০৯

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর মহা-ব্যবস্থাপক (বিপনন উত্তর) প্রকৌশলী কে এম শামসুল আলম শাহীন।

বুধবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ গ্যাসের উপ-মহাব্যবস্থাপক (আরডিডি সিলেট-মেট্রো) প্রকৌশলী খান মো. জাকির হোসাইন।

তিনি জানান, গত ১৫ জুলাই থেকে তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে চিকিৎসাধীন থাকা মাউন্ট এডোরা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাদের ওখানে ভর্তির দু-একদিন পর থেকেই তার অবস্থা খারাপের দিকে চলে যায়। কোভিডের পাশাপাশি তার লাঞ্চেও ইনফেকশন ধরা পড়ে। এ অবস্থার মধ্যেই তিনি মারা গেছেন।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ