গাজীপুরের কাপাসিয়ায় রোববার (১৫ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছেন। এ সময় ভাটা দুটির মালিকের কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৮(৩)(ঙ) এবং ৬ ধারা লংঘন করায় কাপাসিয়ার তরগাঁও গ্রামের আর.বি.এম ও চিনাডুলি গ্রামের বি কে বি নামক দুটি ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় বি কে বি ইটভাটার মালিক আবুল বাসার কে ৩০ হাজার এবং আর.বি.এম ইটভাটার মালিক বদরুজ্জামান বেপারীকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন কাপাসিয়া থানা পুলিশ, কাপাসিয়া ফায়ার সার্ভিস ও ব্যাটেলিয়ান আনসার সদস্যগণ।
নয়া শতাব্দী/এমআরএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ