ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

জাল জন্ম সনদ তৈরি করে বিয়ের চেষ্টা

প্রকাশনার সময়: ১৩ মে ২০২২, ১৮:৫৬

জাল জন্ম সনদ বানিয়ে মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে এক পিতার বিরুদ্ধে।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ধর্মদী গ্রামের ভুলু খালাশী তার মেয়ে স্মৃতি আক্তার (১৫)’র জাল জন্ম সনদ বানিয়ে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করছেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে বিয়ে বন্ধ করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার দুপুরে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের জাল সনদ বানিয়ে প্রাপ্তবয়স্ক দেখিয়ে বাল্যবিবাহ দেয়ার চেষ্টা করেছিল মেয়েটির অভিভাবকরা।

এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাই এবং বাল্যবিবাহ বন্ধ করে মেয়েটির পিতার কাছ থেকে মুচলেকা নেই।

বিষয়টি নিয়ে নুরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবুর রহমান জানান, তার অফিসের ও তার স্বাক্ষর জাল করে ভুয়া জন্ম সনদ বানিয়েছে ওই অভিভাবক।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ