ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সোনারগাঁওয়ে ভুট্টার বাম্পার ফলন

প্রকাশনার সময়: ১২ মে ২০২২, ২৩:৪০

সোনারগাঁওয়ের সনমান্দীতে এবছর আশানুরূপ ভুট্টার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি। সনমান্দী গ্রামের ভুট্টা চাষি সাঈদুর রহমান বলেন, সোনারগাঁও কৃষি অফিসের সহযোগিতায় আমি এবছর-আড়াই বিঘা জমি ভুট্টা চাষ করে প্রায় ৭০ মন ভুট্টা পেয়েছি। গতবছর আমি ভুট্টা ভাঙানোর মেশিন করেছি। তবে গত বছরের তুলনায় এ বছর আমাদের এলাকায় ভুট্টার ফলন অধিক ভালো হয়েছে। এবছর ভালো ফলন হওয়ায় কৃষকের মনে ছিল ভুট্টার ফলন ঘরে তোলার প্রান্তিক হাসি।

সনমান্দী গ্রামে ভুট্টা চাষ করেন সাইদুর রহমান, আল আমিন, মোকবিল হোসেন, কবির হোসেন, আলমগীর, রমজান হোসেন, মতিন মিয়া, আনোয়ার হোসেন ,ওয়ায়েজ কোরনি, বাদল মিয়া, জাব্বার মিয়া, নূমান, রোকসানা, মাসুদ, ইসলাম, আতাউর,বাতেন।

সাইদুর রহমান বলেন, যেহেতু ভুট্টা ভাঙানোর মেশিন আমাদের এলাকায় নেই তাই সবাই ভুট্টা ভাঙানোর জন্যে আমাকে অনুরোধ করে। তাই আমি আমার ভুট্টা ভাঙানোর মেশিন দিয়ে সবাইকে সহযোগিতা করি।

নয়া শতাব্দী/এমআরএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ