বাংলাদেশে ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ পুরস্কার ‘জাতীয় ক্রীড়া পুরস্কার’ পাচ্ছেন সাতক্ষীরার তিন কৃতি সন্তান। বুধবার (১১ মে) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় ক্রীড়া পুরস্কার’ মনোনীতদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।
তারা হলেন- বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন, সাবেক ভলিবল খেলোয়াড় ও বর্তমানে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কোচ শামীম আল মামুন, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান সামসুজ্জামান বাবু।
দেশের ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘জাতীয় ক্রীড়া পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে মনোনীতদের হাতে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) উপস্থিত থেকে পুরস্কার প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে খেলোয়াড়, সংগঠকদের অবদানের স্বীকৃতিতে এ পদক প্রদান করা হয়।
দীর্ষ ৮ বছর পর এ জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হচ্ছে। বিভিন্ন ক্যাটাগরিতে সারাদেশ থেকে ৮৮ জন ক্রীড়াব্যক্তিত্ব এ তালিকায় স্থান পেয়েছেন।
জাতীয় ক্রীড়া পুরস্কারে মনোনীত সাতক্ষীরার তিন কৃতি সন্তান ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ অবদানের ফলস্বরুপ ২০১৬ সালে শামীম-আল-মামুন (ভলিবল), ২০১৭ সালে শেখ বশির আহমেদ মামুন (সংগঠক) এবং ২০১৮ সালে তৈয়েব হাসান সামছুজ্জামান বাবু (সংগঠক) হিসাবে মনোনীত হয়েছেন।
শামীম আল মামুন জাতীয় ক্রীড়া পুরস্কার মনোনীত হওয়ার অনুভুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘জাতীয় ক্রীড়া পুরস্কারে মনোনীত হওয়ার আমার কাছে পরম সৌভাগ্যের। যা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘এ পুরস্কারের যে সম্মান সেটা যেন আমি ধরে রাখতে পারি। যে জন্য আমি আমার সাতক্ষীরা জেলাবাসীর সবার কাছে দোয়া চাই।’
২০১৩ সালে থেকে ২০২০, মোট ৮ বছরের জাতীয় ক্রীড়া পুরস্কার এবার এক সাথে দেওয়া হবে। যেখানে মরণোত্তর পুরস্কারের জন্যও অন্তত ৪ জন মনোনীত হয়েছেন।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ