তীব্র পেট্রল ও অকটেন সংকট লালমনিরহাটের ফিলিং স্টেশনগুলতে। ঈদের পরের দিন থেকে জেলা জুড়ে ফিলিং স্টেশনগুলোতে পাওয়া যাচ্ছে না পেট্রল ও অকটেন। কোন ঘোষণা ছাড়াই পাম্পে এসে পেট্রল না পেয়ে অনেকটাই বিপাকে পড়ছে পেট্রল নির্ভরশীল বিভিন্ন যানবাহনের চালকরা। আচমকা এমন তেল সংকটে দুর্ভোগে জেলাবাসি।
মোটরসাইকেল চালক ডালিম মণ্ডল বলেন, ঈদের ১ দিন পর থেকে পেট্রল পাচ্ছি না। কী কারণে পেট্রল সরবরাহ বন্ধ রয়েছে তা সঠিক উত্তর দিতে পারে না ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। ফলে আমরা চরম ভোগান্তিততে পড়েছি। জিজ্ঞেস করলেই তারা উত্তর দেন যুদ্ধ চলছে তাই তেল সরবরাহ বন্ধ, তাই তেল সংকট।
পেট্রল সংকটের বিষয়ে লালমনিরহাট সদরের বড়বাড়ির শাহিন এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনের ম্যানেজার প্রদীপ মহন্ত জানান, ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ রয়েছে কী কারণে সেটা আমার জানা নেই। পেট্রল না দিতে পারায় আমাদের অনেক কাস্টমার ফিরে যাচ্ছে। এই সমস্যা লালমনিরহাট জেলার প্রায় সব ফিলিং স্টেশনেই। আমরা দ্রুত এর সমাধান চাই। আমরা ঈদের সময় তেল দিতে না পেরে অনেক লসে আছি। সরকার যেন দ্রুত পদক্ষেপ নেন এই বিষয়ে।
এ বিষয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর বলেন, তেলের সংকটের বিষয়টি খোঁজ নেয়া হবে এবং অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া কেউ যদি ইচ্ছাকৃতভাবে জ্বালানি তেলের সংকট তৈরি করে থাকে তাহলে ভ্রাম্যমাণ আদালত মাধ্যমেও ব্যবস্থা নেয়া হবে।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ