তাড়াশ উপজেলার একমাত্র এটিএম বুথ বন্ধ থাকায় গ্রাহকরা চরম ভোগান্তির সম্মুখিনে হয়েছেন। ইসলামী ব্যাংক কোনরকম নোটিশ ছাড়াই তাদের এই এটিএম বুথটি বন্ধ করে তালা ঝুলিয়ে রেখেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা এবং ঢাকা ও বিভিন্ন শহর থেকে গ্রামের বাড়িতে ঈদ আনন্দ ভাগাভাগি করতে যাওয়া মানুষ। টাকা উঠানোর জন্য বুথে গিয়ে দেখতে পাচ্ছেন বুথে তালা ঝুলছে।
কেন বন্ধ রাখা হয়েছে বুথ সেটিও জানানো হচ্ছে না বা কবে চালু কবে সেটিও নয়।
ঢাকা থেকে আসা রাজীব বলেন, টাকা বহন ঝামেলার তাই বাড়ি এসে বুথ থেকে টাকা তুলতে এসেছি, এখন দেখছি বুথ বন্ধ। ঈদের এই সময় যখন ব্যাংক বন্ধ। ঠিক সেই সময়ে বুথও বন্ধ করে রাখা অগ্রহণযোগ্য। যেখানে বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা আছে সেখানে তাড়াশের এটিএম বুথ বন্ধ।
এটিএম বুথ বন্ধ থাকায় অনেক গ্রাহকই ক্ষোভ ঝাড়ছেন। সরেজমিনে গিয়েও ঘটনার সত্যতা পাওয়া যায়া। বুথের সামনে থাকা গার্ডকে জিগ্যেস করলে নয়া শতাব্দীকে বলেন, বুথে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকার কারণে বন্ধ করে রাখা হয়েছে।
এ বিষয়ে হেল্প লাইনে (০৯৬১১২১৬২৫৯) নম্বরে ফোন করলে অন্য বুথ থেকে টাকা উঠানোর পরামর্শ দেন। এ এলাকায় আর বুথ নাই জানালে ‘দেখছি’ বলে ফোন কেটে দেন।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ