ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বদরপুরে ২ দিন আগে ঈদুল ফিতর উদযাপিত 

প্রকাশনার সময়: ০১ মে ২০২২, ১৪:৩২

পটুয়াখালীর বদরপুরে ২ দিন আগে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। বুধবার(১ মে) সকাল ১০টায় বদপুর দরবার শরীফের জামে মসজিদসহ বিভিন্ন জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এই এলাকার মানুষ একদিন আগে সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখে ও একদিন আগেই ঈদ পালন করলেও এই বছর দুই দিন আগেই তারা ঈদ পালন করছে।

বদরপুরের স্থানীয়রা জানান, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। ঈদের নামাজ পরে সকলের সাথে ঈদের খুশি ভাগ করে নেই সবাই। তারা জানান, বদরপুর দরবার শরীফে সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে আমার তার সাথে সমন্বয় রেখে রোজা রাখি ও ঈদ উদযাপন করে থাকি।

বদরপুর দরবার শরীফের পরিচালক মো. নাজমুস সাহাদাত জানান, আমরা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করি না। আমরা চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদ পালন করে থাকি। আফগানিস্তান, বুলগেরিয়া ও নাইজেরিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই বিশ্বের অন্য দেশের মুসলমানদের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করছি।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ