ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাড়ে তিন হাজার নারীর মুখে হাসি ফোটালেন কাউন্সিলর 

প্রকাশনার সময়: ২৯ এপ্রিল ২০২২, ১৬:৫৪

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। নতুন পোশাক ও খাদ্য সামগ্রির অভাবে হতদরিদ্র পরিবারে ঈদের আনন্দ ভরে উঠে না। কিন্তু যদি তাদের নতুন পোশাক ও খাদ্য সামগ্রি তুলে দেওয়া যায়, তাহলে ঠিক আনন্দে ভরে উঠে ঘরে ঘরে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজশাহী নগরীর সাড়ে তিন হাজার নারীদের নতুন শাড়ি ও খাদ্য-সামগ্রি দিয়ে তাদের মুখে হাসি ফোটালেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন (আনার)।

শুক্রবার (২৯ এপ্রিল) তিনি তার ওয়ার্ডের ৩ হাজার ৫০০ জন নারীর হাতে একটি করে শাড়ী, দুই রকম শেমাই ও চিনির প্যাকেট তুলে দেন।

এছাড়া তিনি রমজান মাসে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সংগঠনকে ইফতার মাহফিলসহ অন্যান্য সহযোগিতা অব্যাহত রেখেছেন।

ঈদ উপহার প্রাপ্ত নারীরা বলেন, আনোয়ার হোসেন কাউন্সিলর হওয়ার পর থেকে তার এই ধরনের ঈদ উপহার আমরা পেয়ে আসছি। শুধু এই ধরনের উপহার নয়, কোন ধরনের সমস্যা নিয়ে কাউন্সিলরের নিকট গেলে তিনি কখনো নিরাস করে ফিরিয়ে দেননি। উপস্থিত উপহার গ্রহণকারীরা কাউন্সিলর ও তার পরিবারের সকলের দীর্ঘায়ূ কামনা করেন।

কাউন্সিলর আনোয়ার হোসেন বলেন, তিনি কখনো একা ঈদ করতে চান না। তার ওয়ার্ডের সবাইকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাওয়া থেকে এই ধরনের উপহার তিনি বিতরণ করে থাকেন। তিনি আরো বলেন, শুধু শাড়ী নয়, পুরুষদের জন্য পাঞ্জাবী ও লুঙ্গিও বিতরণ অব্যাহত রয়েছে।

কাউন্সিলর জানান, তার ওয়ার্ডে অনেক গরীব মানুষ রয়েছেন, তারা নতুন কাপড় ও বাড়িতে মিষ্টির আয়োজন ছাড়া ঈদ করবে তা তিনি হতে দেবেন না। যতদিন তিনি বেঁচে থাকবেন সাধ্যমত এই ধরনের কার্যক্রম করে যাবেন বলে জানান।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ