রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে জেলার পুঠিয়া থানাধীন ভাড়রা এলাকা হতে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী সামগ্রীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ডিবি পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে ভেজাল প্রসাধনীসহ দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, পুঠিয়া থানার ভাড়রা গ্রামের আব্দুল লতিবের ছেলে সুজন (৩৩) ও বশির আহম্মেদ (৩২)।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে রাজশাহী জেলা ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম এসব তথ্য জানান। তিনি জানান, ডিবি পুলিশের টিম গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকায় পুঠিয়া থানাধীন ভাড়রা গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক রুবেল (৩৩) এর মালিকাধীন চার কক্ষ বিশিষ্ট একতলা দালান বাড়িতে গোপনে নির্মিত ভেজাল প্রসাধনীর কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ করে। এসময় এর সঙ্গে জড়িত অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনা করে ১২টি কার্টুনে ৫৭৬পিস ভেজাল লতা হারবাল ক্রিম, ২ হাজার পিস লতা হারবাল এর খালি কাগজের মোড়ক, ভেজাল লতা হারবাল ক্রিম তৈরির কমলা, হলুদ ও সাদা রংয়ের পাউডার জাতীয় কেমিক্যাল, সাদা দানাদার ৩০কেজি উপকরণ ও ১৫লিটার তরল কেমিক্যাল, ভেজাল ক্রিম তৈরির স্টিলের ০২টি মেশিন, ০২টি ড্রিল মেশিন, ডিজিটাল ওয়েট মেশিন, ০২টি ক্লিপ টাইট মেশিন, গ্যাসের চুলা ও সিলিন্ডার, স্টিলের ড্রাম ও অ্যালুমিনিয়ামের পাতিলসহ সর্বমোট ৩ লক্ষ ৩৫ হাজার ৮০০ শত টাকা মূল্যের বিপুল পরিমাণ সামগ্রী জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানান, দীর্ঘদিন যাবৎ গোপনে ভেজাল প্রসাধনী ক্রিম তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় অবৈধভাবে সরবরাহ করে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছে। এ বিষয়ে পুঠিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ